নিউইয়র্ক প্রবাসীদের সরস্বতী পূজা উদযাপন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

বাণী অর্চনা, অঞ্জলি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কে ধর্মীয় আমেজে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। রোববার দুপুর থেকে নিউইয়র্কের বাংলাদেশি-হিন্দু পুণ্যার্থীরা বিভিন্ন মন্দিরে গিয়ে পূজায় অঞ্জলি ও আরতীতে অংশ নেন।

জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দির, উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দির, সত্যনারায়ন মন্দির, ব্রঙ্কসের ওলমস্টেড এভিনিউতে বাংলাদেশি পূজা মন্দির, জ্যামাইকায় বাংলাদেশ বেদান্ত সোসাইটি, মহামায়া মন্দির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশির প্রায় ১৫টি পূজা অনুষ্ঠিত হয়।

ওঁম শক্তি মন্দিরের পূজারী প্রবাস চক্তবর্তী স্বরস্বতী পূজার তাৎপর্য প্রসঙ্গে বলেন, ‘সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। পঞ্চমীর শুভলগ্নে দেবীকে আবাহনের মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের মনের সকল অন্ধকার, অজ্ঞতা দূর করার জন্য বিদ্যা দেবীর কাছে প্রার্থনা করেন সুশিক্ষায় শিক্ষিত হওয়া তথা মানবিক হওয়ার জন্য।’

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]