সৌদিতে ২ বাংলাদেশি অপহৃত

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

সৌদি আরবে বাঙালি অপহরণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত শুক্রবার বিকেলে রিয়াদের মনফুয়া নামক স্থান থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কাজের কথা বলে আব্বাস উদ্দিন ও ইয়াসিন নামে ২ প্রবাসী বাঙালিকে উঠিয়ে নিয়ে যায়। কে বা কারা তাদের নিয়ে গেছে বিস্তারিত জানা যায়নি। তাদের আটকে রেখে দেশের বাড়িতে ফোন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

মানিকগঞ্জ সিঙ্গাইর থানার আব্বাস উদ্দিনের বাবা পান্নু মিয়া জানান, অপহরণকারীরা বার বার কল দিচ্ছে বিভিন্ন নম্বর থেকে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। এ বিষয়ে দূতাবাসকে জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]