রোববার রোমে উন্নয়ন মেলা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৮

ইতালির রোমে আগামী রোববার (২১ জানুয়ারি) উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোম দূতাবাসের উদ্যোগে তরপিনাত্তারা পিসি আই হলে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি নোটিশ দিয়ে প্রবাসী বাংলাদেশিদের অবগত করা হয়েছে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সর্বসাধারণকে মেলায় উপস্থিত থাকতে দূতাবাস কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বাংলাদেশি খাদ্য উৎসব এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরে দূতাবাসের উদ্যোগে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছিল।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]