মালয়েশিয়ায় ২ বাংলাদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আমপাং পান্ডানিন্ডা এলাকার একটি অফিস থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়া পুলিশের দাবি, আটককৃতরা ভিসা জালিয়াতি ও দালালির সঙ্গে জড়িত। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি তারা।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুকে সেরি মোস্তাফার আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে জাল ভিসা বানিয়ে অবৈধভাবে মানুষকে মালয়েশিয়া নিয়ে এসে প্রতারণা করছিল। প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫৮ বাংলাদেশি পাসপোর্ট, ২৬ ই-কার্ড, বাংলাদেশ দূতাবাসের ১১ রাবার স্ট্যাম্প ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

মোস্তাফার আলী বলেন, আমরা তদন্ত করছি। এই জালিয়াতির সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

এমবিআর/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]