ইতালিস্থ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ইতালি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে তরুণ রাজনৈতিক ও ব্যবসায়ী মান্নান মাতবর মঞ্জু আহ্বায়ক এবং মাহে আলম শ্যামল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (১ জানুয়ারি) এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন আহ্বায়ক মান্নান মাতবর জানান, চলতি মাসেই সবার মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যার ফলে মানবাধিকার রক্ষার আন্দোলনে আমরা দুই ইতালি প্রবাসী শক্তিশালী একটি দল গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করেছি।

সদস্য সচিব শ্যামল জানান, তারা সকলকে মিলে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

আহ্বায়ক কমিটি সূত্রে আরও জানা যায়, এই মানবাধিকার ফাউন্ডেশনের সঙ্গে সবাই কাজ করতে পারবেন। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় ইউরোপ ইউনিয়ন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]