সৌদিতে দুই বোনের প্রশংসনীয় সাফল্য

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৩ জানুয়ারি ২০১৮

সৌদি আরবের রিয়াদে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী মো. রফিইকুল ইসলামের দুই মেয়ে ফৌজিয়া ইয়াসমিন (রওয়াবি) ও ফাইজা তাবাসসুম (রওদার) জনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

তারা দুইজনই রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার ছাত্রী। বড় মেয়ে ফৌজিয়া ইয়াসমিন জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত এবং ছোট মেয়ে ফাইজা তাবাসসুম পিইসি পরীক্ষায় বহির্বিশ্বে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত।

তাদের অসাধারণ এ অর্জনে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং বিওডি কমিটির সকলে আনন্দিত। তাদের সাফল্যের নিউজ সোশ্যাল মিডিয়াতে আসার পর, প্রবাসীকন্যা হয়েও এমন অসাধারণ সাফল্যের জন্য সবাই তাদের ধন্যবাদ এবং দোয়া করে যাচ্ছেন।

অন্যদিকে ইংরেজি বছরের প্রথম দিনে স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম।

বিএ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]