কাতারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে কাতারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার আল আহলি স্টেডিয়ামে কাতার রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেয় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিস্তিন, সিরিয়া, ফিলিপাইন নাগরিকেরা।

বাংলাদেশিদের হাতে ব্যানার, বেলুন, ফেস্টুন ও কাতার বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের নেতৃত্বে সমন্বয়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক আমিনুল হক, নুর মোহাম্মদ নুর, শফিকুল ইসলাম প্রধান ও মালেক আহমেদ।

বয়সভিত্তিক তিনটি বিভাগে ম্যারাথন ও ইনডোরে রকমারি খেলাধুলা ছিল চোখে পড়ার মত। বিপুল সংখ্যক প্রবাসী ছেলেমেয়ে অংশগ্রহণ করেন খেলাধুলায়। পরে অংশগ্রহণকারী কমিউনিটি ফোরাম ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]