ইতালিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি থেকে
প্রকাশিত: ১১:২০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

ইতালিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর। তাদের নাম ও দেশের ঠিকানা জানা যায়নি।

ইতালির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকায় প্রবেশ পথের প্রায় ৬শ মিটারের মাঝে গত বুধবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক বাংলাদেশিসহ ৫৭ বছর বয়সী আলগেরেসি নামে এক ইতালীয় নাগরিক নিহত হন।

বিজ্ঞাপন

এসময় গুরুতর আহত অন্য দুইজনকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষ করে মালিকের গাড়িতে বাসায় ফেরার পথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারা মারা যান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে তদন্ত কাজ চলছে। প্রকৃত দোষীকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com