সিঙ্গাপুরে আবৃত্তি সন্ধ্যা  

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক সিঙ্গাপুর
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭

কবিতার একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে প্রবাসী সাহিত্য সংগঠন ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রোয়েল রোডের ডে স্পেস হল রুমে ‘মাইগ্রেন ব্যান্ড’ এর সহযোগিতায় ‘মানুষ খোঁজে শুধু মানুষের খোঁজ’ শিরোনামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমী রায় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কবি বিকাশ নাথ। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সহকারী সচিব আল আমিন হোসেন। তিনি বলেন, সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদের সঙ্গে আমার সম্পর্ক বেশ পুরনো। প্রবাসীদের সুশৃঙ্খল চিন্তা, চেতনার বিকাশে সাংস্কৃতিক আদলে কাজ করে যাচ্ছে এ সাহিত্য পরিষদ।

এবারের একক আবৃত্তি সন্ধ্যার কবি ছিলেন রাজীব শীল জীবন। তার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন কবি জহিরুল ইসলাম ও মাইগ্রেন ব্যান্ডের কণ্ঠশিল্পী নীল সাগর শাহীন। কবিতা পড়ে শোনান- কবি রাজীব শীল জীবন, কবি জাকির হোসেন খোকন, শরিফ উদ্দিন, রুবেল অর্ণব, মাহবুব হাসান দিপু।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]