সৌদিতে বিজয়ের মাসে মোমবাতি প্রজ্বলন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০২ ডিসেম্বর ২০১৭

সৌদি আরবের জেদ্দায় বিজয়ের মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করে মাসব্যাপী বিজয় উৎসব শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এ কর্মসূচি ঘোষণা করেন কনস্যুলেট জেনারেল এফ এম বোরহান।

এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শিখা প্রজ্বলন শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ ও দেশাত্মবোধক পরিবেশন করা হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]