শেষ হলো কলকাতায় বাংলাদেশ বইমেলা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ এএম, ২৪ নভেম্বর ২০১৭

শেষ হলো কলকাতায় বাংলাদেশ বইমেলা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এছাড়া কথা সাহিত্যিক সমরেশ মজুমদার, বাংলাদেশ অ্যাকাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন এবং কলকাতায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ১৫ নভেম্বর বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ মেলার উদ্বোধন করেন।

কলকাতার বাংলাদেশ উপদূতাবাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলায় অংশ নেয় বাংলাদেশের ৫১টি প্রকাশনা সংস্থা।

এমআরএম/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]