সংহতির উদ্যোগে আমিরাতে নবান্নের গান-কবিতা
সংযুক্ত আরব আমিরাতে সংহতি সাহিত্য পরিষদের কার্যকরী পর্ষদের সভা ও পরিষদের উদ্যোগে নবান্নের গান-কবিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শারজাতে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারী উদ্যোক্তা ও লেখিকা গুলশান আরা।
সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা। গান-কবিতায় অংশ নেন- বাচিক শিল্পী সাইদা দিবা, কবি আহমেদ ইফতিখার পাভেল, কণ্ঠশিল্পী নওজীন স্বর্ণা, যন্ত্রশিল্পী আবীর ইমরান, সংগঠক সঞ্জয় ঘোষ, নৃত্যশিল্পী তিশা সেন, আব্দুর রহমান রোমান ও জাবেদ আহমদ প্রমুখ।
নবান্ন নিয়ে স্বরচিত ছড়া পাঠ করেন ছড়াকার লুৎফুর রহমান। সংগঠনের সভাপতি গুলশান আরা সংগঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী বিজয় দিবস উপলক্ষে গৌরবের বাংলাদেশকে তুলে ধরতে একটি সৃজনশীল উৎসবের আয়োজন করা হবে।
এমআরএম/এমএস