জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের নতুন কমিটি

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৭ নভেম্বর ২০১৭

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি) শাখার অভিভাবকদের সঙ্গে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে ৭ সদস্য বিশিষ্ট নতুন স্কুল পরিচালনা পরিষদ কমিটি পুনর্গঠন করা হয়।

নতুন কমিটিতে মোহাম্মদ ওমর ফারুককে চেয়ারম্যান ও প্রফেসর ডক্টর নজরুল ইসলামকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করেন জেদ্দা কনস্যুলেটের এফ এম বোরহান উদ্দিন।

এমন মতবিনিময় সভা আয়োজনের জন্য অভিভাবকরা কনস্যুলেটের প্রশংসা করেন এবং কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান।

অভিভাবকরা স্কুলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, স্কুলের স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষার গুণগত মান উন্নয়নে তাদের মতামত দেন এবং কমিটির নতুন সদস্যদের স্বাগত জানান।

এনএফ/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]