মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া থেকে
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট ও কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশি আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক মোস্তাফার আলি।

ইমিগ্রেশন প্রধান সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় পাসপোর্ট, ই-কার্ড, আইকার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এদের আটক করা হয়েছে।

আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের কাগজপত্র সরবরাহ করে আসছিল এ চক্রটি।

মোস্তাফার আলি বলেন, গত তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের ওপর নজর রাখছিল। মঙ্গলবার সেরি কামবানগান এলাকার সেরডাংয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এ চক্রকে আটক করা হয়।

চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত যা প্রায় ছয় লাখ বাংলাদেশি টাকা আয় করত বলেও জানান এই কর্মকর্তা।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]