দুবাইয়ে ‘মিডিয়া ক্রাইম’ শীর্ষক সেমিনার

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০২ নভেম্বর ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ‘মিডিয়া ক্রাইম ও এর নীতিমালা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দুবাই পুলিশ প্রধান কার্যালয়ে এ সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে আমিরাতে সংবাদ পরিবেশন প্রচার ও প্রকাশের ওপর আলোকপাত এবং আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান কী ধরনের জরিমানার সম্মুখীন হতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়। সেমিনারে আমিরাতের সব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিড়িয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের খবরের সঙ্গে একটি তথ্য আদান প্রদান সম্পর্কিত স্মারকও হস্তান্তরিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের তথ্য ও উন্নয়ন এবং সাইবার ক্রাইম বিভাগের প্রধান মেজর ড. সৌধ মোহাম্মদ আলখালিদি, ক্রাইম ও জনসচেতনতা বিভাগের প্রধান কর্নেল মোহাম্মদ সালেমসহ । ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআরএম/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]