ইতালিতে বাংলাদেশিকে হত্যাচেষ্টা, গ্রেফতার এক

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি থেকে
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ৩০ অক্টোবর ২০১৭

ইতালির রাজধানী রোমে প্রবাসী এক বাংলাদেশিকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। হত্যার উদ্দেশে পাঁচজন যুবকের একটি দল তাকে ঘিরে ফেলে। এতে তারা ব্যর্থ হয়।

শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টায় কায়রলি নামক একটি চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে জানা গেছে, পাঁচজন যুবকের একটি দল (ইতালীয় নাগরিক) ওই বাংলাদেশিকে বেষ্টনী দিয়ে হত্যার চেষ্টা করে। বেধরক মারধরের ফলে ওই বাংলাদেশি গুরুতর আহত হন।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক তাকে এক মাস বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

এ ঘটনার মূলহোতা ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে রোম পুলিশ। বাকি চারজনের মধ্যে একজন ১৯, দুইজন ১৮ এবং অপরজন ১৭ (অপ্রাপ্ত বয়স্ক) বছর বয়সী।

তবে আহত বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। এর আগেও একই স্থানে মিশরীয় এক নাগরিককে মেরে আহত করা হয়েছে। পুলিশ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]