মালয়েশিয়ায় ১৪ দিন ধরে মর্গে বাংলাদেশি নারীর মরদেহ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

মালয়েশিয়ার আমপাং হাসপাতাল মর্গে ১৪ দিন ধরে বাংলাদেশি এক নারীর মরদেহ পড়ে আছে। এখন পর্যন্ত তার অভিভাবক খুঁজে না পাওয়ায় মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রাজিয়া আক্তার (২৩) নামে ওই নারী কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি অ্যাপারর্টমেন্টে থাকতেন। গত ৩ অক্টোবর আমপাংয়ের ওই অ্যাপার্টমেন্টর ৮তলা থেকে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই মারা যান রাজিয়া।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিয়া আক্তারের পাসপোর্ট নং বিএল ০৮৮৯৫১০।

razia-akter

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পার্সোনাল অফিসার আফরোজা আক্তার জানান, সব আইনি প্রক্রিয়া শেষ হলেও মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা যাচ্ছে না।

পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ও পাসপোর্টে উল্লিখিত মোবাইলে যোগাযোগ করেও রাজিয়া আক্তারের অবিভাবককে পাওয়া যাচ্ছে না।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]