বাংলাদেশিকে হত্যা : সৌদিতে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ
বাবুল জব্বার নামের এক বাংলাদেশিকে হত্যার দায়ে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব। দেশটির আদালতের দেয়া এ রায় বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে।
সৌদি আরবের স্থানীয় পত্রিকা সৌদি গেজেটে বলা হয়েছে, রিয়াদে একটি কোম্পানিতে কাজ করতেন বাংলাদেশি বাবুল জব্বার। কোম্পানির বিপুল পরিমাণ টাকা চুরিতে বাধা দেন তিনি।
একপর্যায়ে ওই দুই ভারতীয় নাগরিক জব্বারকে ছুরিকাঘাতে হত্যা করে। কোম্পানির টাকা চুরি করে আত্মগোপন করার সময় সৌদি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর দোষী সাব্যস্ত হলে আদালত ভারতীয় নাগরিক কুমার ভাস্কর এবং লিয়াকত খানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এমআরএম/ওআর/আরআইপি