যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রে গুলিতে আহত বাংলাদেশি রেজওয়ান আজ মারা গেছেন। রেজওয়ানের (২০) বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ীর আমিরাবাদ গ্রামে। বাবার নাম মোহাম্মদ শরীফুল্লাহ। চার ভাইবোনের মধ্যে রেজওয়ান তৃতীয়।

রোববার সন্ধ্যায় গাড়িতে স্টোর ব্যবসায়ী সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৫) ও রেজওয়ান (২০) বাড়ি ফেরার সময় স্টোরের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন সাইফুল এবং গুলিবিদ্ধ রেজওয়ানকে মুমূর্ষু অবস্থায় গ্রেডি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় ভর্তির পর থেকেই রেজওয়ানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে গুলি মাথার মগজের কাছ দিয়ে ভেদ করায় শুরু থেকেই আশা ছেড়ে দিয়েছিলেন নিউরো চিকিৎসকরা।

স্থানীয় সময় বুধবার তার ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে ঘোষণা দিয়ে লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা।

তবে যুক্তরাষ্ট্রে রেজওয়ানের কোনো কাছের আত্মীয় না থাকায় একই গ্রামের জাহাঙ্গীর আলম ও তার ছেলে আদনান সুমন আরও দু-একদিন লাইফ সাপোর্ট রাখার অনুরোধ জানিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে লাইফ সাপোর্ট ‘নিরর্থক’ বলে সেটি খুলে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। মরদেহ রোববার পর্যন্ত হাসপাতাল মর্গে রাখা হবে। রেজওয়ান তিন মাস আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আসেন।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]