আমিরাতে সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে নজরুল বন্দনা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

সংযুক্ত আরব আমিরাত সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে ব্যতিক্রমী আয়োজন 'বিদ্রোহী' নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার শারজাহর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল, নজরুলের বিখ্যাত কবিতা, গান, কাব্যনাট্য ও কাব্যনৃত্য। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখিকা মোস্তাকা মৌলা।

সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের সঞ্চালনায় নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন অধ্যাপক আব্দুস সবুর, লেফটেন্যান্ট কর্নেল(অব.) গোলশান আরা এবং বাচিকশিল্পী এম জায়গীরদার।

আলোচনায় বক্তারা বলেন, সকল ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে নজরুল সোচ্চার ছিলেন। সাম্যবাদের আলোয় তিনি বাঙালিকে পথ দেখিয়ে গেছেন। নজরুল সাম্যের প্রতীক হয়ে যুগে যুগে বেঁচে থাকবেন।

নজরুলের গান, কবিতা ও কাব্যনৃত্যে অংশ নেন- সায়দা দিবা, জুয়েনা আক্তার রুনি, আহমেদ ইফতিখার পাভেল, নওজিন ইসলাম স্বর্ণা, তিশা সেন, শেখ তৌহিদুজ্জমান, সঞ্জয় ঘোষ, মায়মুনা আক্তার লিজা, জাবেদ আহম্মেদ মাসুম, সিরাজুল হক, কাইসার হামিদ, বঙ্গ শিমুলসহ আরো অনেকে।

প্রবাসে বেড়ে ওঠা ছোট্ট বন্ধু মোহাইমিন রাহিন, আফিফ কায়কোবাদ, তাশফিয়া ফারিন এর ছড়াপাঠ ছিলো দর্শক উপভোগ্য। অনুষ্ঠানে আরো ছিলনজরুলের কালজয়ী গান কবিতা 'বিদ্রাহি', 'কাণ্ডারি হুঁশিয়ার', 'চল্ চল্ চল্', 'প্রভাতী', 'সকালবেলার পাখি', 'মোর প্রিয়া হবে এসো রাণী', 'রমযানের ওই রোযার শেষে'... সহ নানা গান ও কবিতা। সেই সাথে ছিলো নজরুলকে নিবেদিত সাহিত্যপাঠও।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রপশ্রী সেন ও বাংলা টিভির শেখ ফায়সাল সিদ্দিকী ববি। পুরো অনুষ্ঠানের শিল্পসজ্জায় ছিলেন সংহতি আমিরাত শাখার নির্বাহি সদস্য আফজাল সাদেকিন, জাবেদ আহমদ, আমিনুল হক।

প্রসঙ্গত, ব্রিটেনে আশির দশকে যাত্রা শুরু করে সংহতি সাহিত্য পরিষদ। এর শাখা সংগঠন রয়েছে বাংলাদেশ, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতে। আরব আমিরাত শাখা বাংলাদেশ এবং বাঙালির শুদ্ধ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আগামিতেও তারা এসব কাজ করে যাবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এআরএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]