কুয়েতে ১৩ ঈদ জামাতে বাংলায় খুতবা

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৫:২৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র হজ পালন শেষে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে একযোগে কুয়েতের সব মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

এবার কুয়েতের ১৩টি মসজিদে ঈদের জামাতে বাংলায় খুতবা পাঠ করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও কুয়েতের জেবিল আল সুয়েকের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাসাবিয়ায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে স্থানীয় কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরা অনেকেই পৃথকভাবে বা কয়েকজন মিলে পশু কোরবানি করেন।

এসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]