দুবাইতে ঈদ জামাত সম্পন্ন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ০৩:২১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই নগরীর দেরাতে অবস্থিত ঐতিহ্যবাহী দুবাই ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। সূর্য ওঠার আগেই বিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে অতিরিক্ত মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন।

সাধারণত ফজরের নামাজের পর থেকেই আমিরাতের সব মসজিদে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় অধিবাসীদের সঙ্গে এসব ঈদ জামাতে নামাজ আদায় করেন দেশটিকে কর্মরত বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়সহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা।

ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী মুসল্লিরা।

এদিকে, আমিরাতের আবুধাবিতে সকাল ৬টা ১৭ মিনিটে, শারজাহতে ৬টা ১৮ মিনিটে, আজমানে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহতে ৬টা ১৫ মিনিটে, উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে এবং রাস আল খাইমাতে ৬টা ১৬ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

এসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]