কুয়েতে আ.লীগের শোক দিবস পালন

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়।

কুয়েত আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম বাদল ও যুগ্ম সম্পাদক জাহিদুল হকের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলোয়াত করেন লেয়াকত বিশ্বাস।

kuet-(2)

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, সহ-সভাপতি সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক, অধ্যাপক বেলাল, সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ চৌধুরী, সংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন আখন, আব্দুর রহমান, দফতর সম্পাদক তাজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সরিয়ত হোসেন, শামীম আহম্মেদ,আবুল কালাম প্রমুখ।

সহ-সভাপতি লুৎফুর রহমানের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]