আমিরাতে ঈদুল আজহার ছুটি ঘোষণা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৬ আগস্ট ২০১৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটিসহ সরকারি চারদিন ও বেসরকারি সেক্টরের জন্য তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আমিরাত ফেডারেল অথরিটি ফর হিউম্যান রিসোর্স ও আমিরাত হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরিটিসেশনের মন্ত্রী পর্যায়ের একটি মন্ত্রণালয়ের সভা থেকে এ ছুটি ঘোষণা করা হয়।

সরকারি সেক্টরে আগামী ৩১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর (রোববার)। আর বেসরকারি সেক্টরে ছুটি থাকবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার)। স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় ঈদুল আজহা। সে হিসাবে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে ২ সেপ্টেম্বর।

জেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]