রেকর্ড ভাঙল সিডনির আলোক উৎসব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৪ আগস্ট ২০১৭

প্রতি বছর অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয় মাসব্যাপী আন্তর্জাতিক আলোক উৎসবের। এর নাম ‘ভিভিড সিডনি’। এবার দেশ-বিদেশ থেকে প্রায় ২৪ লাখ দর্শনার্থী হাজির হয়েছেন ভিভিড সিডনিতে। ভিভিডের আয়োজকরা বলছেন, গত দশ বছরে এবারই প্রথম এত পর্যটক এসেছেন এই আলোক উৎসব উপভোগ করতে।

এ বছরও সম্প্রতি হয়ে গেল আলো আর সুরের এই উৎসব। সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ভিন্ন মাত্রার মনোমুগ্ধকর এই আলোর খেলা দেখতে। তবে এবারই রেকর্ড পরিমাণ দর্শনার্থী এসেছেন এই ভিভিডে।

ভিভিড সিডনি বা আন্তর্জাতিক এই আলোক উৎসবে সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজসহ শহরের বিখ্যাত স্থাপনা সাজানো হয় রং-বেরঙের বর্ণিল আলোয়। তাল মিলিয়ে বাজে সংগীত। বিভিন্ন দেশের প্রায় দুই শরও বেশি শিল্পী মিলে এ উৎসবকে সাজিয়ে থাকেন।

মাসজুড়ে চলে শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের প্রদর্শনী। এবারের ভিভিড সিডনি উপভোগ করতে আসা দর্শনার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি বলে জানিয়েছেন ভিভিডের আয়োজকেরা। শুধু জাপান থেকেই প্রায় পাঁচ হাজার পর্যটক ভিভিড দেখতে এসেছেন বলেও জানান তারা।

এমআরএম/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]