ইউরোপে ঈদুল আজহা ১ সেপ্টেম্বর

মিরন নাজমুল
মিরন নাজমুল মিরন নাজমুল , স্পেন প্রতিনিধি স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০১৭

বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বাংলাদেশে আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ইউরোপে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১ সেপ্টেম্বর।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপে ঈদুল আজহা উদযাপিত হয়। সৌদি আরবে হজ পালনের পর মুসলমানরা ঈদের দিন সকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানির মাধ্যমে ঈদ উৎসব পালন করে। প্রতি বছর ইউরোপজুড়ে প্রায় সাড়ে চার কোটি মুসলমান ঈদ উৎসব পালন করে।

ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ তুরষ্ক, সাইপ্রাস, আজারবাইজান, কসোবো, কাজাকিস্তান, আলবেনিয়া, বসনিয়া, মাসেডনিয়া, জর্জিয়া, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেনসহ ইউরোপের অন্যান্য দেশে প্রতি বছর বিপুল আনন্দ ও উৎসাহ নিয়ে ঈদ উৎসব পালন করে।

এছাড়া ইউরোপের অন্যান্য দেশ ইউকে, গ্রিস, স্পেন, ডেনমার্ক, ইটালি নরওয়েসহ অন্যান্য দেশ যেখানে মোট জনসংখ্যার ৫ থেকে ১০ ভাগ মুসলমান তারা তাদের নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে।

এএইচ/জেআই্এম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]