আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২১ আগস্ট ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মোহাম্মদ মুজিবুর রহমান (৫৯) নামে এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১১ অগাস্ট আবুধাবির পশ্চিমাঞ্চলীয় এলাকা মাদিনাত জায়েদে (বিদা জায়েদ) দুর্ঘটনার শিকার হন মুজিবুর। এক সপ্তাহ পর স্থানীয় সময় গত শুক্রবার (১৮ আগস্ট) বিদা জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুজিবুরের বাবার নাম আবদুল আলী শেখ। তিনি ১৯৮৫ সালে আবুধাবির পানি ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সকোতে প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। ২০১৮ সালে তার স্থায়ীভাবে বাংলাদেশে ফেরার কথা ছিল।

নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ হলেও তার পরিবার দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরার ৭নং সেক্টরের স্থায়ী বাসিন্দা। মুজিবুরের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে বাংলাদেশে।

বর্তমানে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়ায় আবুধাবি সেন্ট্রাল হাসপাতালের হিমঘরে রয়েছে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]