আমিরাতে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২০ আগস্ট ২০১৭

আওয়ামী যুবলীগের সংযুক্ত আরব আমিরাত আল-আইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ আগস্ট স্থানীয় আলাউদ্দিন রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ আকাশ ও মুহাম্মদ আজাহার।

এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিক ডা. আজিজ উল্লাহ ও প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী মুহাম্মদ সেলিম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আকাশ, রফিক, জাকির মিয়া, মেজবা উদ্দিন, নজরুল ইসলাম, মুহাম্মদ হাসান ও নুরনবী।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক ডা. কাজী নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রিপন, ব্যবসায়ী জহির উদ্দিন চৌধুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, ফারুক, মহিদুল, আনোয়ার, লিটন, আশরাফ, আলী রাজু, মন্নান, শরিফুল ইসলাম খোকন, কিবরিয়া, পেয়ারু ও ধনমিয়া।

সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া ও মোনাজাত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক মুহাম্মদ কাজী নিজাম।

এসআর/বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]