বন্যার্তদের পাশে থাকবে মালয়েশিয়ার চাঁদপুর সমিতি
বাংলাদেশে বন্যাদুর্গতদের সাহায্যার্থে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতি। শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাং ফুড ভিলেজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি অনেক বড়। অর্ধশত রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ দেশে ২০টির বেশি জেলাভিত্তিক সমিতি রয়েছে। বেসরকারি হিসেবে প্রায় ১৫ লাখ প্রবাসী রয়েছেন। যদি প্রত্যেকে ১০০ রিংগিত করে দেন তাহলে ১৫ কোটি টাকা হয় হবে।
তিনি বলেন, আমরা যারা প্রবাসে সামাজিক, রাজনৈতিক ও জেলা সমিতি করি তাদের প্রত্যেকেরই একটি ভিশন থাকে। সেটি হলো মানবতা। এখনই সময় এসেছে মানবতার সেবায় তাদের পাশে দাঁড়াবার। আপনার উদ্যোগের কারণে অনেক বানভাসি মানুষের দু-চার বেলা আহারের সুযোগ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সমিতির উপদেষ্টা আকতার হোসেন গাজী, দাতু হাজি মো. জ্যাম বিন আব্দুল কাদের, ব্যবসায়ী আব্দুল করিম, ব্যবসায়ী মো. সেলিম, উপদেষ্টা মনির মিজি, সাধারণ সম্পাদক, মাসুদ রানা, সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান, এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক গাজী ফরিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল পাটোয়ারী, সহ-সভাপতি বারেক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, দফতর সম্পাদক সামসুজ্জামান নাঈম, প্রচার সম্পাদক মো. হাননান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, মো. মিনহাজ, মো. সোহাগ শেখ, মো. আলামিন প্রমুখ।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন।+৬০১০৫০০০০৫৬, +৬০১৬৩০৮০৩৩৬, +৬০১২৩৪৬২৭৮৬, +৬০১১১৭৭০১৬০৪, +৬০১০৯৭৮৬৮৯০
এমআরএম/আইআই