অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ১৬ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার সিডনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ১৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ড. দাউদ হাসান ও ড. মমতা চৌধুরীসহ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার মফিজুল হক, সৈয়দ শাহ আলম, ইফতেখার উদ্দীন ইফতু, জহিরুল ইসলাম মুহসীন, এম এ মনসুর এবং নুরুল ইসলামের সহধর্মিনী সানোয়ারা ইসলাম ও সানোয়ারা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]