পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি অাহত, একজন অাশঙ্কাজনক

নাঈম হাসান পাভেল
নাঈম হাসান পাভেল নাঈম হাসান পাভেল , পর্তুগাল প্রতিনিধি পর্তুগাল
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৫ আগস্ট ২০১৭
গুরুতর আহত অাতিকুর রহমান

পর্তুগালের পর্যটন শহর ফারো (অালগার্ভ) তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৯ জন বাংলাদেশি অাহত হয়েছেন। এদের মধ্যে সিলেটের অাতিকুর রহমান নামের একজনের অবস্থা অাশঙ্কাজনক।

উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মেডিক্যাল টিম এয়ার অ্যাম্বুলেন্সে করে অাতিকুর রহমানকে রাজধানী লিসবনের সান্তা মার্তা হাসপাতালে প্রেরণ করেছে।

অন্যদিকে বাকি ৮ জনের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছে মেডিকেল টিম।

স্থানীয় সময় সকাল ৮টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় বিপরীত পাশ থেকে অাসা একটি প্রাইভেটকারের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এসএইচএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]