বাংলাদেশি চিকিৎসক অস্ট্রেলিয়ায় পুরস্কার পেলেন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ১১ আগস্ট ২০১৭

মেধা ও শ্রম দিয়ে সারাবিশ্বে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরেছেন বাঙালিরা। দেশে কিংবা দেশের বাইরে অবদান রেখে সমাদৃত ও পুরস্কৃতও হয়েছেন তারা। তাদেরই একজন বাংলাদেশে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়া প্রবাসী ডা. এ আর এন এম হাসিবুল হক লিমন।

সম্প্রতি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য আবারও পুরস্কৃত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পশ্চিম স্থানীয় জেলা স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ নেতৃত্বের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

ডা. হাসিবুল হক লিমনের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে। বাবা প্রকৌশলী নুরুল হক ও মা ইসমাত আরা জাহান।

Australia

লিমন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। অস্ট্রেলিয়ার রয়াল অস্ট্রেলেশিয়ান কলেজ অব ফিজিশিয়ান থেকে এফআরএসিপি পাস করেন ২০১২ সালে।

লিমন বর্তমানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্রোকেন হিল হেলথ সার্ভিসে কনসালট্যান্ট চিকিৎসক ও জেরিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত রয়েছেন। ২০০৭ সালে তিনি ক্যানবেরা হাসপাতালে শ্রেষ্ঠ রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবেও পুরস্কৃত হয়েছিলেন। তার সহধর্মিনী ডা. শাতিলা জাফরীন একই হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]