মালয়েশিয়ায় সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে ট্যুরিজম ট্যাক্স

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১০ আগস্ট ২০১৭

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ট্যুরিজম ট্যাক্স কার্যকর হচ্ছে মালয়েশিয়ায়। মঙ্গলবার দেশটির পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ নাজরি বিন আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া বিদেশি পর্যটকদের যেকোনো ধরনের আবাসনে প্রতি রাতে কক্ষপ্রতি ১০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ১৮০ টাকা) ট্যুরিজম ট্যাক্স পরিশোধ করতে হবে।

তবে রেজিস্টার্ড হোম বা কামপুং (গ্রাম) প্রাঙ্গণ প্রশিক্ষণ, জনকল্যাণ বা অবাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে চার কক্ষের নিচে এই ট্যাক্স দিতে হবে না। নতুন এ ট্যাক্স আরোপের ফলে পর্যটন খাত থেকে প্রতিবছর ২১০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছে মালয়েশিয়ার সরকার।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]