যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রিকেট লীগের উদ্বোধন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক নিউ ইয়র্ক
প্রকাশিত: ১০:১৩ এএম, ০৮ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে ক্রিকেট লীগ। রোববার নিউ বৃটেনের ওয়ালনাট হিল পার্কের মাঠে ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কানেকটিকাটের ব্যবসায়ী মো. রহমান অপু।

উদ্বোধনী খেলায় অংশ নেন মিডলটাউন স্পোর্টস ক্লাব ও স্ট্রাইকারস ক্লাব। সকাল ৮টায় শুরু হওয়া এ খেলা চলে দুপুর পর্যন্ত। ২০ ওভারের প্রথম খেলায় অংশ নেয়া দুই টিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। মিডলটাউন স্পোর্টস ক্লাবকে হারিয়ে ৬ উইকেটে ৬১ রান করে বিজয়ী হন স্ট্রাইকারস ক্লাব। পরাজিত মিডলটাউন স্পোর্টস ক্লাব অর্জন করেছে ১০ উইকেটে ৫৭ রান।

অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল্যাহ ও সহযোগী অ্যাম্পায়ার হিসেবে ছিলেন মুনীব। বাকের ক্রীড়া সম্পাদক ইকরাম আহমেদ ভুঁইয়া বলেন, প্রথম দিনের খেলা অত্যন্ত সুন্দর ও সফল হয়েছে। আগামী খেলাগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি।

বাকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মীর আজম বলেন, এ খেলা উদ্বোধন করেতে পেরে খুবই ভালো লাগছে। দীর্ঘ ১২ বছর ধরে কানেকটিকাটের প্রবাসী ক্রীড়ামোদীরা বাক-ক্রিকেট লীগ চালিয়ে আসছে। আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বর্তমান কমিটির সহ-সভাপতি মো. রহমান তুহিন, ক্রীড়া সম্পাদক ইকরাম আহমেদ ভুঁইয়া, সাবেক সভাপতি তামীম আহমেদ, আশফাকুল তরফদার, সাবেক গণসংযোগ সম্পাদক তারেক আম্বিয়া, ব্যবসায়ী মো. রহমান অপু, মো. শফি প্রমুখ।

কৌশলী ইমা/এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]