ভূমিমন্ত্রীর মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৪ আগস্ট ২০১৭

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ। স্থানীয় সময় শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টায় দূতাবাস পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম ও ডিজিটাল পদ্ধতি সেবা প্রত্যক্ষ করেন মন্ত্রী। এ ছাড়া দূতাবাসে আগত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং ধৈর্য ধরে সেবা গ্রহণের আহ্বান জানান।

এ সময় হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ূন কবির, মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এম এসকে শাহীন, কমার্শিয়াল উইংয়ের ধঞ্জয় কুমার দাস, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মো. মশিউর রহমান তালুকদার, দ্বিতীয় সচিব ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট দুইদিনের সফরে মালয়েশিয়া আসেন ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ। ৩ আগস্ট সে দেশের ন্যাচারাল রিসোর্স মিনিস্টার ওয়াইভি দাতু সেরি ওয়ান জুনাইদি তোয়ানকো জাফরের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ (শুক্রবার) তার দেশে ফেরার কথা রয়েছে।

এমএমজেড/আরএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]