মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০২ আগস্ট ২০১৭

বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে মালয়েশিয়ায়। রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র হান্তোয়া ও কেনাঙ্গা এলাকায় হোলসেল মার্কেটে প্রায় তিনশ বাংলাদেশি দোকান ও শো-রুম রয়েছে।

মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে প্রবাসীরা মালয়েশিয়ার তৈরি পোশাকের বাজারে ব্যাপক পরিচিতি পেয়েছেন। শুধু তাই নয়, চাহিদা বাড়ায় মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডেও রফতানি হচ্ছে বাংলাদেশি গার্মেন্টস পণ্য। আর এ চাহিদা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Shoroom

তবে এ জন্য নানা সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে তাদের। ‘কিউ অ্যান্ড কে’ ফ্যাশনের মালিক আলভী হাসান ও ‘কবির ফ্যাশন’র মালিক মো. শামিম কবির জানান, তারা ভিসা সমস্যায় পড়ছেন। এখানে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠা করা গেলে এ সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করছেন তারা।

এমএমজেড/এমএআর/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]