কুয়েতে আওয়ামী লীগের শোকসভা
কুয়েত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ নজরুলের পিতা কমান্ডার আব্দুর রহমানের মৃত্যুতে কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) কুয়েত সিটির রাজধানী হোটেলে স্থানীয় সময় রাত ৯টায় এ সভা হয়।
কুয়েত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির কুয়েত সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজনেস কাউন্সিল কুয়েত সভাপতি লুৎফুর রহমান মোখাই আলী।
স্মৃতিচারণ করেন মরহুমের ভাতিজা কুয়েত আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাইম হোসেন। দেশ থেকে শাহ নেওয়াজ নজরুল টেলিকনফারেন্সের মাধ্যমে বাবার জন্য সবার কাছে দোয়া করার অনুরোধ জানান। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন আঞ্জুমানে আল ইসলাম কুয়েত সাধারণ সম্পাদক মাওলানা কয়সার আহমদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মনির, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি রবিউল আলম রবি, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সেকান্দার আলী, আলহাজ আবুল কাসেম, জাতীয় পার্টির সভাপতি আলহাজ মাহমুদ আলী, সংগঠক আব্দুল রউফ মাওলা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সংগঠক মিঠুন সেলিম প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এমআরএম/আরআইপি