আমিরাতে হাসন রাজা ও আব্দুল করিমের গানে ‘সংগীত সন্ধ্যা’

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৯ জুলাই ২০১৭

বাংলা গানের দুই কিংবদন্তি হাসন রাজা ও শাহ আব্দুল করিমের বিখ্যাত গান নিয়ে আমিরাতে প্রবাসী শিল্পী জাবেদ আহম্মদ মাসুম ও ফেরদৌসি নার্গিস শম্পার ‘সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) শারজা এশিয়ান প্যালেস হলে কমিউনিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করেন হাজি শফিকুল ইসলাম।

আমিরাতের প্রবাসীরা মেতে উঠেছিলেন প্রাণের সুরে। হাসন রাজা এবং শাহ আব্দুল করিমের গান নিয়ে সংগীত পরিবেশন করেন মাসুম ও শম্পা। অনুষ্ঠানে নারী, পুরুষ বৃদ্ধ সব বয়সী প্রবাসীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সাংবাদিক লুৎফুর রহমান এবং নৃত্যশিল্পী তিশা সেন। কলাকুশলী সানি, তালহা, নূর এবং রফিক। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]