জার্মান প্রেসক্লাব সভাপতির সঙ্গে আমিরাত সাংবাদিকদের মতবিনিময়

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি আমিরাত
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২১ জুলাই ২০১৭

জার্মান বাংলা প্রেসক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও এটিএন নিউজের জার্মান প্রতিনিধি খান লিটনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টায় দুবাই কেজিএন রেস্টুরেন্ট হল রুমে এ মতবিনিময় সভা আয়োজিত হয়। শুরুতে অতিথি সাংবাদিক খান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান আমিরাত প্রবাসী সাংবাদিকরা।

একাত্তর টিভির আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (মাইটিভি), সৈয়দ খোরশেদ আলম (বাংলা এক্সপ্রেস), শেখ ফয়সাল সিদ্দিক (বাংলা টিভি), প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (জাগো নিউজ), আমিনুল হক (প্রবাসের নিউজ), জাবেদ আহমদ (একাত্তর টিভি) ও গোলাম কিবরিয়া ফরিদপুরী।

প্রবাসীদের বিভিন্ন চলমান সমস্যা নিয়ে লেখার জন্য আমিরাতে অবস্থিত সাংবাদিকদের পরামর্শ দেন সাংবাদিক খান লিটন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]