বাংলাদেশিকে হত্যা : মার্কিন যুবকের ২৩ বছর কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২০ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রে বসবাসরত এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় এক মার্কিন নাগরিককে ২৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট আদালতে ৩২ বছর বয়সী মার্কিনি ডেভিড লুইমের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

২০১২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি অভিবাসী ইশতিয়াক কাদির (৫১) হত্যার শিকার হন। এ ঘটনায় নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার বাসিন্দা ডেভিড লুইমকে গ্রেফতার করা হয়।

কুইন্সের সুপ্রিমকোর্টের বিচারপতি গ্রেগরি এল  লাসাকের অধীনে ১০ দিনের জুরি ট্রায়ালে থাকার পর গত মে মাসে তাকে সেকেন্ড ডিগ্রি মার্ডার (পূর্ব পরিকল্পনা ছাড়াই মুহূর্তের ইচ্ছাবশত খুন) এর দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

সাক্ষীর জবানবন্দিতে বলা হয়, বাংলাদেশি অভিবাসী ইশতিয়াক কাদির হিলসাইড ইনে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এদিন রাত ১২টা ৪০ মিনিটের দিকে ডেভিড লুইম তার ওপর হামলা করেন।

কাদির তখন মেঝেতে পড়ে যান, তার মাথায় আঘাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরও কাদিরকে অনবরত লাথি দিয়ে যেতে থাকে ডেভিড। মস্তিষ্কে আঘাতগ্রস্ত অবস্থায় কাদিরকে স্থানীয় কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]