মালয়েশিয়ায় প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন রেড রাইডার্স

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৫ জুলাই ২০১৭

মালয়েশিয়ায় বিডি এক্সপার্ট ক্লাব আয়োজিত ‘বিডি এক্সপার্ট প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৭’- তে চ্যাম্পিয়ন হয়েছে রেড রাইডার্স।

৯ জুলাই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। লীগ পর্ব ও সেমিফাইনাল খেলে ফাইনালে ওঠে ডিকে ও রেড রাইডার্স।

প্রবাসীরা কর্মব্যস্ততার মধ্যেও ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলায় টসে জিতে ডিকে টিম প্রথমে রেড রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে রেড রাইডার্স ৭৬ রান সংগ্রহ করে। জবাবে ডিকে ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৬০ রান তোলে।

টুর্নামেন্টের প্রথম আসরে অংশগ্রহণ করে মোট পাঁচটি দল। দলগুলো হলো- রেড রাইডার্স, জিএল, ডিকে, ওশান ১২ ও বিডি টাইগার্স। 

ম্যান অব দ্য ফাইনাল হন রেড রাইডার্সের সাইয়েম এবং ম্যান অব দ্য সিরিজ হন ডিকে টিমের মাকসুদ।

দু’দিনের এ আয়োজনে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি এক্সপার্ট কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির উদ্যোক্তা মুশফিকুর রহমান রিয়াজ ও প্রজ্জল কুমার তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বাদল-উর রহমান খান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার হারুন রশিদ।

এমএআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]