মালয়েশিয়ায় প্রবাসীদের দুর্দশায় বাংলাদেশ সরকারের সক্রিয়তা জরুরি


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৯ জুলাই ২০১৭

মালয়েশিয়ায় ভয়াবহ ধরপাকড়ের শিকার হাজার হাজার বাংলাদেশিদের দুঃখ-দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্যারিসভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন’(ডব্লিউবিও)। আন্তঃমহাদেশীয় সংস্থার সভাপতি কাজী এনায়েত উল্লাহ শনিবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ বাংলাদেশি প্রবাসীরা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন কিংবা গ্রেফতারের ভয়ে যারা বনে-জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন তাদের পাশে দাঁড়াতে সবার আগে বাংলাদেশ সরকারকেই এগিয়ে আসতে হবে।

ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন মনে করে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে যেহেতু দীর্ঘদিন থেকে সৌহার্দ্যপূর্ণ, দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং লাখ লাখ বাংলাদেশি দক্ষ-অদক্ষ কর্মীদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে আধুনিক মালয়েশিয়া, তাই চলমান সঙ্কটে সরকারি-বেসরকারি পর্যায়ে আমাদের বসে থাকার সুযোগ নেই।

ইতোমধ্যে সহস্রাধিক বাংলাদেশি গ্রেফতার হয়েছেন, এছাড়া হাজার হাজার বাংলাদেশি গ্রেফতারের ঝুঁকিতে আছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সক্রিয় ভূমিকা রাখা হলে বিপদগ্রস্ত হাজার হাজার বাংলাদেশির দুর্দশা লাঘব সম্ভব। দুই দেশের মধ্যকার আলোচনার ভিত্তিতে সমস্যার গ্রহণযোগ্য সমাধানে আসা যেতে পারে।

গ্রেফতার হওয়া বাংলাদেশিদের দ্রুত মুক্তি এবং কাগজবিহীন বাংলাদেশিদের সহজ শর্তে বৈধ করার দাবিতে ফ্রান্সের রাজধানীতে অবস্থিত ‘ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন’ (ডব্লিউবিও)’র সদর দফতর থেকে প্যারিসের মালয়েশিয়ান দূতাবাসে জরুরিভিত্তিতে বিশেষ স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।

গত বছর নভেম্বরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের বিশ্ব সম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডব্লিউবিও।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]