আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ জুলাই ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুমে মাওলানা আবু ইউছুফের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজিত হয়।

সৈয়দ আহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গনির সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা আবু ইউছুফ।

আরও আলোচনা করেন আলহাজ মুহাম্মদ আল মামুন সরকার, মাওলানা মোস্তাফিজ, মাওলানা আবদুল্লাহ আল মামুন, কাজী মোহাম্মদ আলি, মির আহমেদ, মাহবুবর রহমান, মোহাম্মদ ওসমান, অধ্যাপক সবুর, আইয়ুব আলি বাবুল, ইঞ্জিনিয়ার নাসির, ইঞ্জিনিয়ার সালাম, জাকির হোসেন, সৈয়দ নুর মোহাম্মদ, মাজহারুল ইসলাম মাহবুব প্রমুখ।

এছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবু ইউছুফকে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, আল-আইন, উম্ম আল কোয়উনসহ বিভিন্ন বিভাগ থেকে প্রবাসী বাংলাদেশি পরিবার উপস্থিত ছিলেন।

সৈয়দ আহাদ ফাউন্ডেশন চেয়ারম্যান ক্যাপটেন সৈয়দ আবু আহাদের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]