কুয়েতে প্রবাসী শিল্পী ফাউন্ডেশনের অভিষেক


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৮ জুন ২০১৭

কুয়েতে প্রবাসী শিল্পী ফাউন্ডেশনের উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে কুয়েতের আব্বাসিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কুয়েত প্রবাসী শিল্পী ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানিক মোল্লার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, বিশেষ অতিথি শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান, ব্যবসায়ী ও কুয়েত কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লৎফুর রহমান (মুখাই আলী), কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গণি মামুন, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম রবি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি মো. আলী হাজী, কুয়েত আওয়ামী লীগের একাংশের সভাপতি আব্দুর রউফ মাওলা, কুয়েত দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা ) জহিরুল ইসলাম খান, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, ঢাকা সমিতির সভাপতি মনির হোসেন মন্টু, বৃহত্তর সিলেট জাগ্রত যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন মুরাদ চৌধুরী আবুল বাশার, সুলতান ফারুক, হযরত আলীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক এবং কমিউনিটির নেতারা।

Kuet

আমজাদ হোসেনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কুয়েত প্রবাসী শিল্পী নুরুল হুদা, রুনা আক্তার, ফাতেমা, কেয়া, নেহা, কাজী কাইজার, ফারুক, জাহিদ হোসেন ও নৃত্য পরিবেশন করেন অর্দি পাল, মরিয়ম প্রমুখ।

কুয়েত প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, এটি একটি সর্ম্পূণ অরাজনৈতিক সংগঠন। কুয়েতে প্রায় আড়াই লাখ প্রবাসী রয়েছে। কর্মব্যস্ততার কারণে বাঙালি সংস্কৃতি দিনে দিনে ভুলে যাচ্ছি।

প্রবাসী বাংলাদেশি শিল্পীদের নাচ, গান, অভিনয়ের মাধ্যমে দেশের সাহিত্য ,সংস্কৃতি ও ঐতিহ্য সর্ম্পকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া কুয়েত প্রবাসী শিল্পী ফাউন্ডেশনে ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটির সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আশ্রাফ তানজিন, সংগঠনিক সম্পাদক জাহিদ, কোষাধক্ষ্য জাকারিয়া সব সদস্যদের সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]