মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ


প্রকাশিত: ০৬:২০ এএম, ২৫ জুন ২০১৭

মালয়েশিয়ায় আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পালিত হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

রোববার মালয়েশিয়া সময় সকাল সাড়ে আটটায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া হংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ওকোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।

ঈদুল ফিতরের জামাতে শরিক হতে শহরের বিভিন্ন মহল্লা থেকে প্রবাসীরা ছুটে আসেন। নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন জাতীয় মসজিদ নেগারার খতিব তানশ্রী শাইখ ইসমাইল মোহাম্মদ।

malaysia

নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদের নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ সেলফিতে মেতে উঠেন।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশসের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া দেশটির ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়েং পাছার পুচং, মালাক্কা, জহোরভারোতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

এদিকে নামাজ শেষ হওয়ার সাথে সাথে প্রবাসী বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র কোতারায়া বাংলা মার্কেটে জড়ো হতে থাকেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সকাল ১০ টার মধ্যে কোতারায়া বাংলা মার্কেট হয়ে উঠে বাঙালিদের মিলনমেলায়।

এআরএস/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]