মালয়েশিয়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৩ জুন ২০১৭

৬৯ বছরে পা রাখল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশে-বিদেশে উদযাপিত হলো দলের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকেলে মালয়েশিয়া আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে দেশটির রাজধানী কুয়ালালামপুরের কারি-কাপালা হল রোমে প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে।

মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ দলটি।

আলোচনা সভায় আরও দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক মো. তাজকির আহমেদ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এ হান্নান, ছাত্র লীগ নেতা রাসেল শিকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দাতু আক্তার হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহ জাহান, মামুনুর রশিদ, যুব লীগের যুগ্ন আহ্বায়ক মো. আবু হানিফ, মনসুর আল বাশার সোহেল, শ্রমিক লীগের সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, জালান ইপু শাখা আওয়ামী লীগের সভাপতি মো. আনিছ মোল্লা, কেপং শাখা আওয়ামী লীগের সভাপতি মো. লিটন মাতবর প্রমুখ।

জেডএ/বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]