আমিরাতে জনপ্রতি ফিতরা ২০ দিরহাম


প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২২ জুন ২০১৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এবার জনপ্রতি ফিতরা ধরা হয়েছে ২০ দিরহামের অধিক। দুবাইয়ের আল জারওয়ানি মসজিদের পেশ ইমাম হাফেজ নুর হোছাইন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসীরা চাইলে এখানকার ২০ দিরহামের সমপরিমাণ (৪৫০ অথবা ৫শ এর অধিক) টাকা বাংলাদেশে দিতে পারবে। তবে আমিরাতে ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে। যদি বাংলাদেশের ঈদের সময় এ ফিতরা দেয়া হয় তাহলে ফিতরা আদায় হবে না। সেটি সদকা হিসেবে গণ্য হবে।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স এবং দাতব্য কার্যক্রম বিভাগের (আইএসিএডি) এক বিবৃতিতে বলা হয়, আমিরাতে বসবাসরত সব মুসলিম সদস্যের জন্য ফিতরা বাধ্যতামূলক। যুবক ও বৃদ্ধ, পুরুষ ও নারী, ধনী এবং দরিদ্র সবাইকে ফিতরা আদায় করতে হবে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]