কাতারে জাতীয় পার্টির ইফতার


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২২ জুন ২০১৭

মাহে রমজান উপলক্ষে কাতারে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ জুন) কাতারের রাজধানী দোহা ন্যাশনাল হীরাঝিল রেস্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজিত হয়।

আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী বাসার সরকার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আলাল খান, সহ-সভাপতি আব্দুল রহিম প্রমুখ।

বক্তারা বলেন, এক লাখ টাকা এক মাস রাখলে পুরো টাকা পাওয়া যাবে না অর্থমন্ত্রীর এমন বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মুহিতের এই বক্তব্যের কারণে প্রবাসীরা আতঙ্কিত। প্রবাসীদের অনেক টাকা ব্যাংকে রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অব্যাহতি দিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানান।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]