কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের ইফতার


প্রকাশিত: ০২:০০ পিএম, ২১ জুন ২০১৭

মাহে রমজান উপলক্ষে কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুন) কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোখলেসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ-সভাপতি বাকের মাতাবর, আরিফুল ইসলাম, শাহবুদ্দিন শামু, বাবুল আহমেদ প্রমুখ।

বক্তারা কাতারের চলমান পরিস্থিতি নিয়ে কোনো রকম গুজব না ছড়ানোর আহ্বান জানান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী আবদুল্লাহ।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]