কুয়েতে সালাতুল ক্কিয়াম পালন


প্রকাশিত: ০৩:১৬ এএম, ১৭ জুন ২০১৭

‘লাইলাতুল কদর’ অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এ রাতে ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাসের শেষ ১০ রাতে ‘লাইলাতুল কদর’ সন্ধান করার কথা হাদিসে বলা হয়েছে। লাইলাতুল কদর লাভের উদ্দেশ্যে কুয়েতে সালাতুল ক্বিয়াম পালন করা হয়েছে।

রমজানের শেষের ১০ দিন জামাতের সহিত এ সালাত আদায় করা হয়। রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষের ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ ১০ রাতে বিজোড় রাত গুলোতে তোমরা শবে কদর সন্ধান কর।

কুয়েতে গত বৃহস্পতিবার রাত হতে সালাতুল ক্কিয়াম শুরু হয়েছে। কুয়েতের প্রতিটি মসজিদে রাত ১২টা থেকে ৮ রাকাআত সালাতুল ক্কিয়াম পড়ানো হয়।

এছাড়াও স্থানীয় আরবীদের পাশাপাশি প্রবাসীরা মসজিদে অধিক রাত পর্যন্ত কুরআন তেলাওয়াত ও জিকির-আজকারে মশগুল থাকেন।

এআরএস/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]